
কালিহাতী পৌর মেয়রের সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মতবিনিময়।
মোঃ মমিন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার মেয়র জনাব মোহাম্মদ নুরুন্নবী সরকারের সাথে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার নেতৃবৃন্দ আজ ৩১ মার্চ বুধবার বেলা ১১ ঘটিকার সময় হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা ও কালিহাতী উপজেলা শাখার সভাপতি জনাব এস. এম. গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেছেন কালিহাতী পৌরসভার নব-নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ নুরুন্নবী সরকার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ আলী, সহ-সভাপতি গুলসান আরা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহ আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক নাছিমুল হাসান বিপ্লব,
যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনাব সাজু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার, জনাব প্রদীপ মজুমদার ও উপজেলা শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী । সভা পরিচালনা করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল রাজ্জাক। সর্বশেষ পৌর মেয়র কে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছার মধ্য দিয়ে সকল কার্যক্রম সমাপ্ত হয়।