Sharing is caring!
কেন ব্যথা পাবে তুমি? কোনোদিন বেদনা কি দিয়েছি হৃদয়ে যত দিন পৃথিবীতে তোমার আমার সাথে হয়েছিল দেখা, তারপর আমি চ’লে গেলে পরে মনে করো যদি খুব একা একা হয়ে গেছ তুমি —ভাবো যদি কোথায় সে ঘাসের আশ্রয়ে চ’লে গেল —-
ভালোবেসে, মৃত্যু পেয়ে, এই ব্যথা ভয়ে জেগে থাকো যদি তুমি অন্ধকারে —সেজো নাকো ব্যথার রেবেকা ; তুমি প্রেম দাও নাই —জানি আমি—তবুও রক্তাক্ত কোনো রেখা সোনার ভাঁড়ারে আমি রাখি নাই শীত মধু মোমের সঞ্চয়ে।
কুয়াশা হতাশা নিয়ে স’রে আমি আসি নাই পৃথিবীর থেকে, তোমারে দেখেছি আমি পৃথিবীতে —নতুন নক্ষত্র আমি ঢের আকাশে দেখেছি তাই—তোমারে দেখেছে ভালোবেসেছে অনেকে তাহাদের সাথে আমি —আমিও বিস্ময় এক পেয়েছি যে টের গভীর বিস্ময় এক শুধু তার ম্লান হাত—চুল চোখ দেখে।
কুয়াশা হতাশা নিয়ে স’রে আমি আসি নাই পৃথিবীর থেকে।
( জীবনানন্দ দাশ৷ অনেক ভালো লাগা কবিতা)