২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিশু-কিশোর ও যুবকদের বঙ্গবন্ধুর ইতিহাস জানার আহ্বান

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯
শিশু-কিশোর ও যুবকদের বঙ্গবন্ধুর ইতিহাস জানার আহ্বান

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বর্তমান ও আগামী প্রজন্ম দেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে মুখ্য ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে তিনি শিশু-কিশোর ও যুবকদের জাতির পিতার অতীত ইতিহাস জানার-বুঝার আহ্বান জানিয়েছেন। ৩০ জুলাই সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে মেয়র এ আহ্বান জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও পরিচালক ছৈয়দ ছগীর আহমদের সংবর্ধনা এবং দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও চবি পালি বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। অনুষ্ঠানে ‘জাতিরাষ্ট্র বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু’র অবদান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালক সৈয়দ ছগীর আহমদ, যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ মাহমুদুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আইয়ুব খান, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, হাজী সাহাবউদ্দিন, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ মহিউদ্দিন। আরো আলোচনা করেন, ডা. জামাল উদ্দিন, শহীদুল ইসলাম সুমন, আসিফ ইকবাল, এডভোকেট টিপু শীল জয়দেব, মোস্তফা কামাল, রিয়াদুল করিম, রাশেদ মাহমুদ পিয়াস,আব্দুল করিম, আজিম উদ্দিন, রকেট ও জয় বিশ্বাস সহ অন্যরা।