দক্ষিণ সুরমা শিববাড়ীতে এলজিডি রাস্তা সন্ত্রাসীদের দখলে
অভিযোগ ডেস্কঃ সিলেট দক্ষিণ সুরমা শিববাড়ী জৈনপুর ফকিরপাড়া এলাকার সরকারি রাস্তায় বেশ কয়েকটি গর্ত করে দেয়াল তৈরি করছেন ভাসমান এক প্রভাবশালী আজমল আলি, তিনি ওই এলাকার কিছু সন্ত্রাসীদের সাথে নিয়ে সরকারি এলজিআইডি রাস্তায় অনেকগুলো গর্ত করে তৈরি করছেন অবৈধ দেয়াল,
বর্তমানে এই রাস্তাদিয়ে কোন ধরনের যান চলাচল করতে পারতেছেনা, এই অবস্থা দেখে এলাকার কয়েকজন মুরব্ধী রাস্তা খনন করতে নিষেধ দিতে গেলে, আজমল আলির টাকায় কিনা বাড়াটে ২জন সন্ত্রাসী
(১) আব্দুল আলি ও (২) সুরমান আলি , ২ ভাই দেশীয় অস্ত্রের ভয় ও হুমকি ধামকি দিয়ে তাদেরকে তারিয়ে দেয়, বতর্মানে ফকিরপাড়া এলাকার সাধারণ মানুষ
এই সন্ত্রাসীদের হাতে অনেকটা জিম্মি হয়ে আছেন, এই সবকিছুর মূল হুতা ভাসমান প্রভাবশালী আজমল আলি, তিনি টাকার প্রভাব দেখিয়ে সন্ত্রাসী ভাড়া করে সরকারি রাস্তা দখল নিয়ে এলাকার সাধারণ মানুষের নানান ভূগান্তীতে ফেলেছেন,
প্রশংসনের নিকট এলাকার সাধারণ মানুষের একটাই দাবি এই রখম সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হোক,?।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.