
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিরামপুর সদরের দলীয় প্রার্থী হতে চান শাহিন
আবদুল্লাহ আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-
রাজনীতিতে শহীদুল ইসলাম (শাহিন) দীর্ঘ ৩৫ বছর আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।
তিনি ছাত্র জিবনে মনিরামপুর উপজেলা ছাত্র লীগের সহসভাপতি দায়িত্ব পালন করেন১৯৯৫ সাল থেকে ১৯৯৭পর্যন্ত। কলেজ ছাত্র লীগের সভাপতির দায়িক্ত পালন করেন ১৯৯২ থেকে ১৯৯৫পর্যন্ত।
বি এনপির সভাপতি ও জামাত শিবিরের এলাকা নামে চিন্হিত ৬ নং সদর ইউনিয়ন মনিরামপুর পরিচিত।
শহীদুল ইসলাম শাহিন আমাদের আরো জানান
সেখানে আমাকে দলিয় নেতা কর্মীদের কাউন্সিলর ১৯৯৭ সাল থেকে বার বার কাউন্সিলর মাধ্যমে আমি আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে সহিত পালন করে আসছি ২০২১পর্যন্ত। ও ২০১১ সালে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিক না থাকায় আনারস মার্কা নিয়ে বি এনপির প্রার্থী নিস্তার ফারুকের হাত ঘড়ি মার্কার সাথে প্রতিদন্দিতা করি। সামান্য ভোটে পরাজিত হয়।
২০১৬ সালের নির্বাচনে আমার প্রার্থী হিসাবে মনোনয়ন না দিয়ে,সদ্য দলে যোগদান করা,ইয়াকুব আলি গাজিকে অনাকাঙ্ক্ষিত ভাবে নৌকা প্রতিকের মনোনয়ন দেওয়া হয়।
সে আনুমানিক ২৪৩৩ ভোটে,পরাজিত হয়।
আমি আগামি ২০২১ সালে নির্বাচনে আ লীগের নৌকার প্রার্থী হিসাবে,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন প্রত্যাশি।
আমি দলীয় প্রার্থী হলে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। দীর্ঘদিন যাবত আমি ৬ নং সদর গরিব অসহায় মানুষের বিপদে আপদে সব সময় পাশে আছি।
রাত দিন তাদের সেবা করে আসছি।আমার সমর্থ অনুযায়ী সহযোগিতা করে আসছি।
শহীদুল ইসলাম শাহিনের কাছে জানতে চাইলে সে জানায়।
আমি নির্বাচিত হলে আমার ইউনিয়ন কে একটি সুশীল সমাজ,ও মাদক মুক্ত,ও দুর্নীতি মুক্ত,করবো সেই সাথে ৬নং ইউনিয়ন কে একটি ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
আমার ইউনিয়ন বাসির ছোট বড় মুরুব্বি ও সকল নেতা কর্মীদের সহযোগিতা নিয়ে আমি ইউনিয়ন কে সুশীল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।