Sharing is caring!
রূপগঞ্জে ইয়াবাসহ বহু মামলার আসামি গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০’ পিছ ইয়াবাসহ ফারুক মিয়া (৪০) ওরফে মেন্টাল ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয় নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক মিয়া বিজয় নগর এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৫০’ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন মেন্টাল ফারুক ওরফ ফারুকের বিরুদ্ধে ১১ টি মাদক ও একটি দ্রুত বিচার আইনে মামলা চলমান রয়েছে।
তাকে মাদক নিয়ন্ত্রণে আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।