মানবাধিকার
শেখ তিতুমীর আকাশ
যাদের হাতে মানবাধিকার ন্যস্ত,
তারাই অধিকার হরণে ব্যস্ত-
বিচারকের হাতেই মানবাধিকার ক্ষতবিক্ষত।।
কোথায় আইন কোথায় মানবাধিকার,
যদি না থাকে বাঁচার অধিকার-
তবে কেন যাচি মানবাধিকার।।
তাকিয়ে দেখো মানবাধিকার কমিশন,
মানবের অধিকার হচ্ছে লুণ্ঠিত-
দুর্বলের জন্যই সব শাসন শোষণ।
আজ খুঁজি শুধুই বাঁচার অধিকার,
না পেয়ে খুঁজে মানবাধিকার-
করছি স্নায়ু যুদ্ধ শুধু হতাশ নির্বিকার।।
যে মানবাধিকারের কথা বলি-
অথচ নিজেই মানবাধিকার লঙ্ঘন করি ,
স্বার্থেই সে নিয়ম ভেঙে নতুন নিয়মও গড়ি।।
আজ জাগরণে শুনি পতনের বানী
বেঁচে আছি শুধু বুকে নিয়ে গ্লানি
অপক্ষমতার হিংস্র থাবায় অসুস্থ হাতছানি।।
মানবতা ঘুমলে স্বপ্ন অবৈধ হয়-
মানুষ জেগে উঠলে পৃথিবী স্বাধীন হয়,
মানবের মানবতার মানবাধিকারের জয়।।
মানব-অধিকার যত মানবাধিকার ,
কেউ দেবেনা তা হাতে তুলে,
বিশ্বের মানব একহও সব বিভেদ ভুলে।।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.