Sharing is caring!

প্রতিনিধি রূপগন্জ, নারায়ণগঞ্জ ঃ গত ২৬ জুন বুধবার সকালে কায়েতপাড়া ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ও চনপাড়া যুব মহিলালীগের সভানেত্রী বিউটি আক্তার কুট্টি কে চনপাড়া পুলিশ কেম্পের পাশে ধারালো চাপাটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় । এ ঘটনায় কুট্টির মেয়ে বাদী হয়ে ৫ জনকে অজ্ঞাত রেখে মোট ১১ জনের নামে একটি মামলা করে।এখন পযন্ত মামলার মোট পাঁচ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ বাকি আসামীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে আজ সকাল ১১ টার দিকে স্থানীয় এলাকাবাসী হাতে ঝাড়ু নিয়ে চনপাড়া বাসস্ট্যান্ডে মোড়ে মানববন্ধন করে।