২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নাটোরের বাগাতিপাড়ায় ভয়ানক অগ্নিকাণ্ড

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২১
নাটোরের বাগাতিপাড়ায় ভয়ানক অগ্নিকাণ্ড

Sharing is caring!

আব্দুল বারী, নাটোর প্রতিবেদকঃ গভীর রাতে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নাটোরের বাগাতিপাড়ার তমালতলা বাজার এলাকায়। (১১ মার্চ) রাত তিনটা নাগাদ আচমকাই বাজারের একটি ভাংড়ির দোকানে আগুন লেগে যায়। নৈশপ্রহরীরা আগুন দেখতে পেয়ে বাজার কমিটির সভাপতি সহ দমকলে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২টি ইঞ্জিন। প্রায় ঘন্টাধিক চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

শোনা যায়, স্থানীয়রা একাধিকবার পানি ও বালি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই দমানো যাচ্ছিলোনা সেই আগুন। পরে পোনে চারটার দিকে দমকল বাহিনী এসে আগুন নিভায়। ততক্ষণে পুরো দোকান পুড়ে ছাই।

ছুটে আসা দমকল বাহিনীর প্রধান রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা আগুন দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে আমরা এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়েছি। আমাদের ধারনা কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয় এবং ভাংড়ির দোকানে প্লাস্টিক সহ বিভিন্ন শুখনো মালামাল থাকায় দ্রুত পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

ভাংড়ি দোকানের মালিক আরব আলী ও তার ছেলে রিগেন দাবি করেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।