২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কাশিমপুরে অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯
কাশিমপুরে অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত

Sharing is caring!

 

পুনম শাহরীয়ার ঋতু : গাজীপুর নগরীর কাশিমপুর সারদাগঞ্জ এলাকায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এ মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় এক হাজার ৫০০ ফুট অবৈধ পাইপ উত্তলোন করা হয়। ফলে ৫ কিলোমিটার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও এক হাজার ২০০ পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বন্ধ হয়।

এসময় ওই অবৈধ গ্যাস সংযোগ ব্যাবহারের ফলে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বাড়ীর মালিকদের। সোমবার (২৯ জুলাই) মোবাইল কোর্টটি পরিচালনা করেন নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান।

মোবাইল কোর্ট পরিচালনার সময় তিতাস গ্যাস, চন্দ্রা ব্যাটালিয়ন আনসার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহয়তা করেন।