২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম চিড়িয়াখানায় গয়াল পরিবারে নতুন অতিথি

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯
চট্টগ্রাম চিড়িয়াখানায় গয়াল পরিবারে নতুন অতিথি

Sharing is caring!

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম চিড়িয়াখানায় একমাত্র গয়াল পরিবারে এসেছে নতুন অতিথি।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ জানান, আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে চিড়িয়াখানায় একটি গয়াল শাবক জন্ম নেয় ।
শাহাদাত হোসেন জানান, বিক্রয় নিষিদ্ধ একটি গয়াল ২০১৬ সালে পটিয়া উপজেলায় কোরবানির পশুর হাটে বিক্রির জন্য নেয়া হয়। উপজেলা প্রশাসন সেই গয়ালটিকে জব্দ করে চিড়িয়াখানায় পাঠিয়ে দেয়।
তিনি জানান,“পুরুষ গয়ালটির নিঃসঙ্গতা কাটাতে আমরা গত বছরের মাঝামাঝি সময়ে একটি মেয়ে গয়াল সংগ্রহ করে চিড়িয়াখানায় এনেছিলাম। সেটি আজ সোমবার দুপুরে বাচ্চা দিয়েছে।”
তিনি আরো জানান, গয়াল মূলত বন্যপ্রাণি। নানা কারণে পাহাড়ি অঞ্চলে প্রাণিটি বিলুপ্তির পথে থাকলেও অনেক জায়গায় ব্যক্তি মালিকানায় গয়ালের চাষ হচ্ছে।
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ফয়’স লেক এলাকায় ১৯৮৯ সালে ছয় একর জমিতে নির্মিত হয় চট্টগ্রাম চিড়িয়াখানা। চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এটি পরিচালিত হয় ।
চট্টগ্রাম চিড়িয়াখানায় ৬৬ প্রজাতির মোট ৬২০টি প্রাণি আছে। এরমধ্যে সাদা বাঘ, জেব্রা, সিংহ, ম্যাকাওসহ বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি, উট পাখি, ইমু, বন গরু, কুমির দর্শকদের অন্যতম আকর্ষণ।