২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

,এম,এর সভাপতির নির্দেশে ডেঙ্গু রোগ চিকিৎসায় সকল ক্লিনিকে ৫০℅ পর্যন্ত ছাড়

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯
,এম,এর সভাপতির নির্দেশে ডেঙ্গু রোগ চিকিৎসায় সকল ক্লিনিকে ৫০℅ পর্যন্ত ছাড়

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি :
ফেনী জেলার বিএমএর সভাপতির ডাঃ সাহেদুল ইসলাম কাওসার এর পরামর্শক্রমে ২৮ জুলাই রোববার দুপুরে ফেনী জেলা হাসপাতাল মালিক সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা সেবায় জনসাধারণ কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের পরীক্ষা -নিরীক্ষা সহ ভর্তি রোগের ক্ষেত্রে ও চিকিৎসার মোট বিলের উপর ৫০ % ছাড়, দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়,

এই সভায় তিনি আরো উল্লেখ করে বলেন,আমারা সম্মিলিতভাবে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে জনসেবা বা মানবসেবায় সর্বদা নিয়োজিত আছি, তাই আমাদের সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাইএই সিদ্ধান্তে সবাইকে অতি আগ্রহের সাথে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।

সভায় সবার উপস্থিতিতিতে এর পরীক্ষা – নীরিক্ষার মূল্য‘ সহ চিকিৎসা’ সংক্রান্ত নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ সর্বসম্মতভাবে গ্রহণ করে-

১। ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্ট সমূহের মূল্য নিম্নরূপ হবেঃ
ক. IgM + IgG- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ৮০০ – ১৬০০/-
খ. NS1- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ১২০০ – ২০০০/-
গ. CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০/- (সর্বোচ্চ) যার পূর্বমূল্য ছিলো ১০০০/- পর্যন্ত।

উক্ত সভায় সহসভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস সুমন, যুগ্মসম্পাদক জাহিদ হোসেন, ক্রিড়া সম্পাদক আবুল হাসান অপু, সহ- সম্পাদক রাশেদুল হক, দপ্তর সম্পাদক মোঃ শাহ জালাল খান, সদস্য জাহেদুল ইসলাম, গোলাম মুরতুজা, মনিরুল ইসলাম,আবুল বশর,কামাল উদ্দিন, জয়নাল উদ্দিন, ফারুক আহমেদ ও জহিরুল হক সহ নানান গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।