২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে কামারখন্দে সাংবাদিকদের মানববন্ধন

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২১
সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে কামারখন্দে সাংবাদিকদের মানববন্ধন

Sharing is caring!

আজিম ভূঁইয়া, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির এর হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জের কামারখন্দে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

কামারখন্দ প্রেসক্লাবের আয়োজনে বুধবার বেলা ১২ টায় উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সহ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, অর্থ সম্পাদক দিলীপ গৌর, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, এনডিপি সংস্থার মানবাধিকার কর্মি শিপন চন্দ্র নাগ, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির এর হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।