Sharing is caring!
প্রান্ত বিশ্বাস, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সূবর্ণা রাণী সাহা কর্তৃক ও কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আজ কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের দিঘারপাড়া গ্রামের নূরনবীর, নাবালিকা মেয়ের বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭ এর ৮ ধারা মোতাবেক ২০০০০/- টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। এসময় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত যাতে মেয়ের বিয়ে না দেওয়া হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান ও এলাকার জনগন কে সচেতন করে আসেন উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা তিনি আরো বলেন আমরা সর্বদা বাল্যবিবাহের বিরুদ্ধে আছি এবং আপনাদের ও বাল্যবিবাহ রোধে এগিয়ে আসতে হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।