২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লামায় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯

Sharing is caring!

 মোঃ আবুল হাশেম ,লামা (বান্দরবান)প্রতিনিধিঃ বান্দরবানের লামা- চকরিয়া সড়কে ফিটনেসবিহীন যানবাহন গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিকালে লামা পৌরসভাস্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে এ অভিযান পরিচালনা করেন ইশরাত সিদ্দিকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লামা। এতে ফিটনেসবিহীন যানচলাচলে নিরুৎসাহ, গণসচেতনতা সৃষ্টি ও বাধ্যতামূলক আইনের প্রয়োগ নিশ্চিত করতে যান চলাচলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় লামা থানার এএসআই আবদুল্লাহ আল বাকীসহও ট্রাফিক পুলিশ ফোর্স অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন। এক্ষেত্রে মাহিন্দ্রা, শর্টবডি, জীপ ও বাস পরিবহণসমূহে নানাবিধ অসংগতি ও প্রয়োজনীয় কাগজপত্রাধি দেখাতে না পারায় মোট ২০,০০০/- টাকা জরিমানা আদায় ও চূড়ান্ত সতর্কীকরণ করা হয় মালিকের বিরুদ্ধে।