Sharing is caring!
ইব্রাহীম আলী, গোয়াইনঘাট প্রতিনিধিঃ তামাবিল স্থলবন্দরের আয়োজনে সিলেটের সর্ববৃহত স্থলবন্দর স্টেক হোল্ডারদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, তামাবিল স্থলবন্দর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রভাস কুমার সিংহ, তামাবিল কাষ্টমের সহকারী পরিচালক রুহুল আমিন, ৪৮ বিজিবি’র তামাবিল কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদীন, ৩নং পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, তামাবিল কয়লা পাথর আমদানী কারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন সেদু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। বক্তরা সহ-উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাই পোর্টাল প্রিন্ট পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক তামাবিল স্থলবন্দরের বিভিন্ন বিষয় মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আর্কষণ করেন। তারা আরও বলেন দ্রুত সময়ের মধ্যে এসকল বিষয় সমাধান করা হয় তাহলে বাংলাদেশের মধ্যে আধুনিক স্থলবন্দর হিসাবে রূপ লাভ করবে।