হুসাইন আরমান, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দলবল নির্বিশেষে এসো করি রক্তদান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রুহিয়ায় ইয়ুথ ব্লাড ফাউন্ডেশন ঠাকুরগাঁও এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্ভুদ্বকরণ কমর্সূচি উদ্বোধন করা হয়। ১নং রুহিয়া ইউনিয়নের আয়োজনে ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় এ কর্মসূচীর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু। ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, ভোটার তালিকায় রক্তের গ্রুপ উল্লেখ থাকার কথা, কিন্তু অনেকেই নিজের রক্তের গ্রুপ জানেন না। রক্ত দানের মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও রক্ত গ্রুপের জন্য বাঁচানো যাচ্ছে না। গ্রামের মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশী অসচেতন। ইয়ুথ ফাউন্ডেশন ব্লাড স্বেচ্ছাসেবী সাজ্জাদ হোসেন বলেন, আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছি। আমাদের সাথে আছে একঝাঁক তরুন-তরুনী। এদের মধ্য সহযোগিতা করছেন, ফরিদুল, লিখন, রুবেল, সবুজ, কায়ছার, রনি, নবদ্বীপ, আফ্রিদি, শাম্মী, তোহা, মিতু, রুমা ও রুনা। নিজেদের রক্তের গ্রুপ জানতে সকাল থেকে ক্যাম্পে ছিল সব বয়সী নারী পুরুষের উপচে পরা ভীর। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৬২০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় বলে জানান ইয়ুথ ফাউন্ডেশন ব্লাড স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সাজ্জাদ হোসেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.