Sharing is caring!
সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় অবস্থিত শহীদ স্মৃতি কলেজে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিট ও জাতীয় দপ্তর এর সহযোগীতায় ৫টি স্কুল কলেজ থেকে আগত শতাধিক ছাত্র ছাত্রীদের মাঝে সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন বিষয়ে কর্মশালা করানো হয় । রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরি সদস্য শাহজাহান সাজু,ইউনিট লেভেল অফিসার রাকিবুল হাসান, কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জাতীয় সদর দপ্তর থেকে আগত মো: মাহবুবুল হক,সাবেক সাবেক যুব প্রধান প্রশিক্ষক সালাউদ্দিন ভূইয়া, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ শাকিল এর উপস্থপনায় স্বাগত বক্তব্য রাখেন উপ যুব প্রধান-১ সাহিদুল ইসলাম অপু। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসরাত জাহান,তারিন আক্তার,শোয়েব আহমেদ শিশির।