৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুয়েত প্রবাসি ইমান আলীর কান্ড! প্রবাসে চলছে একর পর এক বিয়ে

admin
প্রকাশিত মে ৩১, ২০১৯
কুয়েত প্রবাসি ইমান আলীর কান্ড! প্রবাসে চলছে একর পর এক বিয়ে

Sharing is caring!

নিজস্ব প্রতিনিধি : বিয়ে পাগল কুয়েত প্রবাসি ইমান আলী অরফে মনির মিয়া সব কিছু গোপন রেখে একের পর এক বিয়ে করে যাচ্ছে। তার এ কান্ডে প্রবাসী থেকে শুরুকরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পঞ্চম বিয়েতে সম্মতি না দেয়ায় দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তারকে কোন খরচ দিচ্ছে না বলে জানা যায়। ঘটনা ঘটেছে ঢাকা সোনারগাঁ বদ্ধের বাজার নলচর গ্রামে ছেলে।
জানা গেছে, সোনারগাঁ থানা এলাকায় বদ্ধের বাজার, নলচর গ্রামের মৃত আনোয়ার অরফে আনু মিয়ার ছেলে মোঃ ইমান আলী ওরফে মনির এলাকাতে প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করে এবং তৃতীয় বিয়ে করে ২২ বছর আগে পাড়ি জমান কুয়েত। বর্তমান কুয়েতে সে তার সব বিয়ে গোপন রেখে কুয়েতে বাঙ্গালী মেয়েদের একের পর এক বিয়ে করছে। ১৯৯২ সালে তিনি শেফালী বেগমকে প্রথম বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে রয়েছে তিন সন্তান।

তিন সন্তান রেখেই ইমান আলী অরফে মনির প্রথম স্ত্রী শেফালীকে তালাক দেয়। এরপরই নাসিমাকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় ঘরে দুইটি ছেলে-মেয়ে রয়েছে। এরপর মারুফা বেগমকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। তৃতীয় স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করে এমন অভিযোগ পাওয়া যায়। পরে ওই স্ত্রীকেও তাড়িয়ে দেয়। পরে ইমান আলী অরফে মনির ১৯৯৮ সালে কুয়েতে পাড়ি জমান।

কুয়েতে ১১ বছর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলাকে বিয়ে করে তার সঙ্গে প্রায় ১১ বছর সংসার করে এবং ওই মহিলাকে ঢাকায় গিয়ে বাড়ী করে দেয়ার কথা বলে তার সকল টাকা পঁয়সা অত্বসাৎ করে এবং এই বছরের মে মাসে পঞ্চম স্ত্রী হিসেবে কুয়েত প্রবাসি হাওয়া নামের এক মহিলাকে গোপনে বিয়ে করে। এই বিয়েতে তার সকল স্ত্রীরা স্বামী ইমান আলী অরফে মনিরকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ইমান আলী অরফে মনির দ্বিতীয় স্ত্রীকে দেশে থাকায় তাকে খরচ খরচা দেয়া বন্ধ করে দেয় বর্তমান দ্বিতীয় স্ত্রী নাসিমা তার দুই ছেলে মেয়ে নিয়ে মানবতার জীবন জাপন করছে এবং গত কয়েক মাস ধরে দ্বিতীয় স্ত্রী নাসিমা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে কিন্তু কোন উপয়ন্তর পাচ্ছে না।

এছাড়া কুয়েতে ১১ বছর আগে যে মহিলাটিকে বিয়ে করে ছিলো তিনি ছিল তার চতুর্থ স্ত্রী আর ওই চতুর্থ স্ত্রীকে রেখে ইমান আলী বর্তমান আধা বয়সী মহিলাকে নিয়ে কুয়েতে একত্রে সংসার করছে বলে জানা যায়। বর্তমান ইমান আলী অরফে মনির কুয়েত এয়ারপোর্ট এলাকা আব্বাসিতে ক্যাসিও কম্পানীতে কর্মরত রয়েছেন। আরও বিস্তারিত দেখুন পরবর্তী সংখ্যায়…….।