আজিম ভূঁইয়া, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়িতে জমিদার রমন উদ্দিন চৌধুরীর কনিষ্ট নাতনি নারী উদ্যোক্তা শিরিন শারমীন চৌধুরীর পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ৮ লাখ টাকার মাছ নিধন করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) বেলা ১টার দিকে দিকে চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে সিরাজগঞ্জের সাংস্কৃতিককর্মীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি হেলাল আহমেদ, সাধারন সম্পাদক দিলীপ গেীর, জাতীয় রবিন্দ্র পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক নুরে আলম হীরা, নাট্যচক্রের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, নজরুল একাডেমীর শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী, নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল সোহাগ প্রমূখ। শিরিন শারমিন চৌধুরী বলেন, কয়েক বছর ধরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। গত ২৪ জানুয়ারী রাতে কে বা কারা গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে। তিনি আরও বলেন, এই পুকুরে দেশীয় রুই, কাতলা, মৃগেল, কারফিউ, ঘাস কার্প, লাট কার্পসহ বড় বড় দেশি মাছ ছিল প্রায় ১০০ মণের মত মাছ ছিলো। দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে সব মিলিয়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার মাছ ক্ষতি করেছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হুদা বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক অবশ্যই আমরা আইনগত ব্যাবস্থা নিব ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.