Sharing is caring!
শেরপুর প্রতিনিধিঃ নির্মাণাধীন ইটভাটা বন্ধ করার জন্য জেলা প্রশাসক, শেরপুর বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। ২৬ জানুয়ারি মঙ্গলবার ৩ নং বাজিতখিলা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের সাধারণ জগণের পক্ষে শাকিল আহমেদ শিমুল নামের এক যুবক এই স্মারকলিপি প্রদান করেন।বাজিতখিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কয়েকজন সাধারন কৃষককে টাকার লোভ দেখিয়ে জমি সংগ্রহ করে প্রতাবিয়া গ্রামের তিন ফসলী আবাদী জমির উপর ইটভাটার নির্মাণ কাজ শুরু করা হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।উক্ত ভাটার চারপাশ জুড়ে ঘন বসতি, রয়েছে স্কুল-কলেজ, তিনটি মসজিদ এবং তিনটি মাজার। উক্ত স্থানে ইটভাটা নির্মিত হলে শুধু প্রতাবিয়া গ্রামবাসী নয়, বিপর্যয়ের সম্মুখীন হবে ভাটা সংলগ্ন পাকুরিয়া ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ডের সর্ব স্তরের জনগন- এমনই দাবী করেছে এলাকাবাসী। তারা আরও বলেন, তিন ফসলি উর্বর আবাদী জমি হ্রাস পাবে এবং তার সাথে পরিবেশ বিপর্যয়ের কারনে এর আশেপাশের কয়েক বর্গকিলোমিটার এলাকার সাধারন মানুষের স্বাস্থ্যও ঝুঁকির মুখে পরবে। তাছাড়া এমন স্থানে ইটভাটা নির্মাণ “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” এর ধারা-৮ এর সম্পূর্ণ পরিপন্থী।স্মারকলিপির সাথে ইট ভাটা নির্মাণ বন্ধ করণে এলাকাবাসীর গণস্বাক্ষরের কপিও সংযুক্ত করা হয়েছে এবং অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা; সহকারী কমিশনার ভূমি; সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর,শেরপুর এবং সভাপতি ও সম্পাদক, শেরপুর প্রেসক্লাব, শেরপুর বরাবর প্রেরণ করা হয়েছে।