২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কামারখন্দে ৫ মাদক ব্যবসায়ী ও ৯ জুয়াড়ি গ্রেফতার

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২১
কামারখন্দে ৫ মাদক ব্যবসায়ী ও ৯ জুয়াড়ি গ্রেফতার

Sharing is caring!

আজিম ভূঁইয়া, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে পাঁচজন মাদক ব্যবসায়ী ও ও নয়জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। দুইটি ঘটনায় কামারখন্দ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুইটির এজাহার সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার চর ভদ্রঘাট এলাকায় তাস দিয়ে জুয়া খেলছে কয়েকজন জুয়ারি এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। সেখানে অভিযান পরিচালনা করে তাস দিয়ে জুয়া খেলার সময় কামারখন্দ থানার বাজার ভদ্রঘাট এলাকার লিখন (৪০), ইমরান (৩০), শহিদুল ইসলাম (৩০), সিরাজগঞ্জ থানার মিরপুর এলাকার বাপ্পি (৩০), শাহিন (২৫), চন্ডিদাসগাঁতীর মোঃ আমিন (৪৮), রায়গঞ্জ থানার হাট পাঙ্গাসী এলাকার মাহমুদুল হাসান (৪২) ফরিদুল ইসলাম (২২) এবং ধানগরা এলাকার নুরনবীকে (৩৩) গ্রেফতার করা হয়। এসময় জুয়ার আসরে থাকা ব্যবহৃত-অব্যবহৃত তাস ও নগদ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক নাজমুল হক কামারখন্দ থানায় মামলা দায়ের করেছেন। এদিকে মঙ্গলবার মধ্য রাতে উপজেলার ধোপাকান্দি এলাকায় হেরোইন বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ধোপাকান্দি এলাকার আমিনুল ইসলাম (৪৮), ১৩টি মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী আকাব আলী (৫২), ৫টি মামলার আসামী ফরিদুল ইসলাম পলাশ (৩২), চড়কুড়া গ্রামের মঞ্জু সরকার (৩৬), জামালপুরের সরিষাবাড়ীর গোলাম মোস্তফাকে (৩৬) গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ৫গ্রাম হেরোইন, হেরোইন বিক্রয়লব্ধ অর্থ ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এব্যাপারে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, জুয়া খেলার অভিযোগে চর ভদ্রঘাট এলাকা থেকে নয়জন জুয়ারিকে গ্রেফতার ও মাদক ব্যবসার অভিযোগে পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।