Sharing is caring!
আবদুল্লাহ আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ যশোর জেলার মনিরামপুর উপজেলায় নতুনদের আঙ্গিকে গড়ে উঠেছে ধর্মীয় আরেকটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মনিরামপুর পৌর এলাকার বিজয়রামপুর মধ্যপাড়া মদিনাতুল আল ইসলামিয়া মাদ্রাসার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে । ফেব্রুয়ারি ১তারিখ হতে মদিনাতুল আল ইসলামিয়া মাদ্রাসার ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট লেখক সাংবাদিক ও মানবাধিকার কর্মী হাফেজ মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন যশোর মনিরামপুরে ভাল (নুরানী )শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় আমি নিজেই একটি নুরানী শিক্ষা প্রতিষ্ঠান করেছি। তিনি বলেন মদিনাতুল আল ইসলামিয়া বিজয়রামপুর মধ্যপাড়া মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত নুরানী প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান দেয়া হবে। মদিনাতুল আল ইসলামিয়া মাদ্রাসায় আরবি হাদিস কোরআন মাসলা মাসায়েল এর পাশাপাশি বাংলা অংক ইংরেজি সহ পাঠদান দেয়া হবে। এছাড়াও পড়ালেখার পাশাপাশি ছাত্রদের ইসলামী গজল হামদ্ -নাত বক্তৃতা শেখানো হবে।