মোঃ তারিফুল আলম তমাল,শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে অবশেষে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনই পেলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন।
১৩ জানুয়ারি বুধবার রাতে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানী ঢাকায় গণভবনে স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে ওই সিদ্ধান্ত জানানো হয়। এদিকে ওই মনোনয়ন ঘোষণার পর শেরপুর শহরে লিটন সমর্থকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়লেও উত্তেজনা দেখা দিয়েছে দলের অপর মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমানের সমর্থকদের মধ্যে।
অন্যদিকে দলের অপর মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা তাদের মনোনয়নপত্র জমা দেন। এদিকে শ্রীবরদী পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী লাল।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.