Sharing is caring!

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
কর্ণফুলী থানার শিকলবাহা বিল্লা পাড়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) সকাল ৮ দিকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
কর্ণফুলী থানার এসআই গোলাম কিবরিয়া জানান, মৃতদেহটি রাস্তার পাশে কাদাপানির মধ্যে পড়ে ছিল। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, আনুমানিক ৫০ বছর বয়সী লোকটির গায়ের রঙ কালো, তার পরনে ছিল শুধু লুঙ্গি। শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।