Sharing is caring!

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছড়ারকূল এলাকার ২৪ মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত মো. জাকের প্রকাশ (জাকের ডাকাত) র্যব, পুলিশ দীর্ঘদিন থেকে তার খোজের চেষ্টা করে আসছিল অবশেষে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
আজ রবিবার (২৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম বাঁশখালীর পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, র্যাবের বিশেষ ড্রোনের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করতে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে জাকের ডাকাত গংরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে জাকের ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।নিহত জাকেের ডাকাতের নামে ২৪ টি মামলা ছিলো বলে পুলিশ সূএে জানা যায়
ঘটনাস্থল থেকে ১১টি দেশীয় অস্ত্র, ১টি পিস্তল, ১টি রিভলবার, ৯টি দেশীয় শূটার গান উদ্ধার করে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামে দায়িত্বরত মেজর মেহেদী হাসান জানান, নিহত ডাকাত জাকেরের বিরুদ্ধে চট্টগ্রাম বিভিন্ন থানায় মামলার হদিস পাওয়া গেছে।
সেগুলোর মধ্যে চান্দগাঁও,ম্যম হাটহাজারী, বোয়ালখালী ও বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে।
বিগত কয়েক বছর পূর্বে তাকে গ্রেফতার করতে গেলে বাঁশখালী থানা পুলিশের ওপরও হামলা চালানোর ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।
আজ রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।