৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৬ হিজরি

এস আই নাজিম উদ্দিনের দুঃসাহসিক অভিযানে ডাকাতদলের সদস্য বাবু গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯
এস আই নাজিম উদ্দিনের দুঃসাহসিক অভিযানে ডাকাতদলের সদস্য বাবু গ্রেফতার

Sharing is caring!

নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পূবাচল ৩০০ ফিট এলাকায় বেশ কিছু দিন যাবত ডাকাত দলের একটি চক্র ডাকাতি এবং ছিনতাই করে আসছে। কিছু দিন আগে ডাকাতদলের এই চক্রটি পূবাচল ৩০০ ফিট এলাকা থেকে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল সহ একটি পিকাপভ্যান লুট করে নিয়ে যায়।
এই ঘঠনা জানার পর থেকেই রূপগঞ্জ থানা পুলিশ ডাকাত দলটিকে ধরতে অভিযান শুরু করে বেশ কিছু দিন অভিযান চালিয়ে আজ গোপন সংবাদেরবৃত্তিতে খিলগাঁও থানার নন্দিপাড়া এলাকা থেকে ডাকাত দলটির অন্যতম সদস্য কুমিল্লা জেলার হোমনা থানার মাইকারচড় এলাকার সামাদ মিয়ার ছেলে ডাকাত বাবু ২০ কে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ এই বিষয়ে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এস নাজিম উদ্দিন জানায় ডাকাত সদস্য বাবু একাধিক মামলা আসামী বাবু এবং তার দল বিভিন্ন ধরনের ডাকতি ও ছিনতাই সাথে জড়িত তারা বাসাবাড়িতে ডাকাতি এবং হাইওয়ে রাস্তায় ছিনতাই পরিচালনা করতো এই ডাকাতদলে বাকি সদস্যদের ও গ্রেফতার এর অভিযান চলছে আশা করি খুব দ্রুত বাকি সদস্যদের ও গ্রেফতার করতে পারবো।