সীমান্তে ১৫-বিজিবি'র সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান
হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় নাজিরহাট নামক স্থানে ১৫-বিজিবি,লালমনিরহাট এর আওতাধীন কাশিপুর বিওপি কোম্পানি কমান্ডার মোঃআব্দুল হাই এর নেতৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য,শিক্ষক, সাংবাদিক ও জনসাধারণের উপস্থিতিতে সীমান্তে মাদক,চোরাচালান,অবৈধ অনুপ্রবেশ না করতে সচেতনতা বৃদ্ধিকরনে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিওপি কমান্ডার আব্দুল হাই।
বক্তব্যকালে তিনি সীমান্তে কোন পরিচিত কিংবা অপরিচিত লোককে যেন না যেতে দেখেন সে ব্যাপরে কঠোর নজরদারি রাখবেন বলে জানান।
স্থানীয় জনসাধারণ ও গন্যমান্যের পক্ষে বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান হাবিব ,চেয়ারম্যান, গোল্ডেন ফিউচার একাডেমি(সামাজিক সংগঠন),ও আবৃত্তি শিক্ষক,কিশোর-কিশোরী ক্লাব।
এতে,স্থানীয় জনসাধারনের পক্ষে তিনি জানান সীমান্ত অপরাধ প্রতিরোধে প্রশাসনকে সহায়তা করবেন এবং উন্মুক্ত জনমতে একই বক্তব্য ব্যক্ত হয়।
এমন করে সভা-সমাবেশ ও উঠান বৈঠকে সচেতনতা ব্যাপক বৃদ্ধি পাবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.