এমপি মানিকের মাতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
ফকির হাসান :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নূরুন্নাহার চৌধুরী চিনুর মাতা জাহানারা চৌধুরী ইন্তেকাল করেছেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার দুপুর ২টায় বার্ধক্যজনিত কারণে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ২ টায় শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে মরহুমার ১ম জানাযা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তার নিজ গ্রাম আমেরতল বাজার সংলগ্ন মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
এদিকে, এমপি মুহিবুর রহমান মানিকের মাতা জাহানারা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা রাজীব চক্রবর্তী, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, কবির উদ্দিন লালা, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, আব্দুল হেকিম, আখলাকুর রহমান, অদুদ আলম, বিল্লাল আহমদ, মুরাদ আহমদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান নুরূল ইসলাম, নিজাম উদ্দিন, আফজাল আবেদীন আবুল,ফকির মোঃ কালা শাহ্ সহ প্রমূখ। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.