প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০১৯, ৩:৫৫ অপরাহ্ণ
ঈদ-উল আযহা এর শুভেচ্ছা!— সাংবাদিক রাজিব
ডেস্ক রিপোর্টঃ
★অনাবিল সুখ ও সমৃদ্ধিতে ভরে
উঠুক সবার জীবন,
আত্মত্যাগের মহিমায় মহিমান্বিত হয় সমগ্র জাতি।
★যেথায় ইচ্ছা সেথায় যাও
কর্মফলে মুক্তি পাও।
মিথ্যা বলোনা
সত্যের জয় চিরদিন
আসুন দুর্নীতি মুক্ত সুশিক্ষিত
মাদক মুক্ত ও সু-শৃঙ্খলা সমাজ গড়ি।
- সকলকে পবিত্র ঈদ-উল আযহা এর শুভেচ্ছা জানিয়েছেন উদীয়মান তরুণ সাংবাদিক মোঃ রাজিব হোসেন তালুকদার (সুজন)
কিছু কথাঃ-
মুসলমানদের দুইটি বড় উৎসব ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা। প্রতি বছরেই দুইটি ঈদ আসে, এবং চলেও যায়। আমরা প্রায় সবাই এই ঈদ কম, বেশী উৎযাপন করব। কিন্তু এই ঈদকে নিয়ে কিছু ত্যাগের ইতিহাস রয়েছে। যেমনঃ ঈদ-উল আযহা।
এই সর্ম্পকে কিছু কথাঃ মুসলিম উম্মাহ হযরত ইব্রাহীম ও ইসমাঈল (আ.)-এর মহান ত্যাগ ও কুরবানীর নিদর্শন হিসেবে প্রতিবছর যিলহাজ্জ মাসের ১০ তারিখে হালাল পশু যবেহ ও দু‘রাকাত ওয়াজিব সালাত একত্রে আদায়ের মাধ্যমে যে আনন্দ উৎসব পালন করে থাকে, তাকেই ঈদ-উল-আযহা হিসেবে আমরা জানি। তাছাড়া হাদীসে রাসূল (সা.) -এর বক্তব্যের আলোকে প্রত্যেক জুম‘আর দিনকেও ঈদ বলা হয়।
রাসূলূল্লাহ (সা.) বলেছেন, “আাল্লাহ তা‘আলা আমাদেরকে বাত্সরিক ঈদ হিসেবে দু’টি দিন দিয়েছেন। ঈদ-উল-ফিতরের দিন এবং ঈদ-উল-আযহার দিন। এ দিনে নির্মল আনন্দলাভের জন্য সুস্থ বিনোদনের অনুমতি রয়েছে। বস্তুত মুসলিম জাতির পিতা সাইয়্যেদুনা ইবরাহীম (আ.) আল্লাহ তা‘আলার নির্দেশে একমাত্র পুত্রকে কুরবানী করার মতো যে মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সে সুন্নাত যথাযথ মর্যদায় পালনার্থেই এই কুরবানীর ঈদ। কুরবানীকে আরবী ভাষায় ‘ঊযহিয়্যা’ বলা হয়। এর অর্থ ঐ পশু যা কুরবানীর দিন যবেহ করা হয়। শরী‘আতের পরিভাষায়, আল্লাহ তা‘আলার সন্তুষ্টিলাভের নিমিত্তে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পশু যবেহ করাকে কুরবানী বলা হয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর কুরবানী কবিতায় এ ঈদ সম্পর্কে যথার্থই বলেছেন, “ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্বোধন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.