Sharing is caring!
মঠবাড়ীয়া উপজেলার সাপলাজা ইউনিয়নের বাদুরতলী হয়ে নীলপুর বাজারে সংযোগ রাস্তার বেহাল অবস্থা।
মোঃ মাসুদ রানা,বেতাগী প্রতিনিধিঃ-
মঠবাড়ীয় উপজেলার সাপলাজা ইউনিয়নের বাদুরতলি হয়ে নীলপুর বাজার হয়ে বান্ধব পাড়া পর্যন্ত রাস্তাটি দীর্ঘ দিন যাবৎ অচল অবস্থায় পরে আছে।
এতে বাদুরতলী ও নীলপুরের জনসাধারণের যাতায়াতে অনেক দুভোগে পরতে হয়। বাদুরতলীতে একটি মাদ্রাসা ছাত্র ছাত্রীদের মাদ্রাসায় যাতায়াতের অনেক সমস্যা হয়। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছে এলাকার ভুক্তভোগী জনসাধারণ।
বাদুরতলী,নীলপুর হয়ে বান্ধব পাড়া পর্যন্ত রাস্তা টি যাতে তারাতাড়ি রাস্তার টির কাজ সম্পূর্ণ করে এলাকার জনগণের চলাচলে আসু ব্যবস্থা করা হয়।