মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ১১টি দোকান পুড়ে ছাই
মোঃ জাকির হোসেন,মাধবপুর প্রতিনিধিঃ-
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ টি দোকান মালামাল সহ পুড়ে গেছে।তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে হরষপুর রেল ষ্টেশন।
সোমবার (৭ ডিসেম্বর) হরষপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের দক্ষিণ পাশে বিভিন্ন রকমারির প্রায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের শক সার্কিট থেকে ভোর ৫ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশাপাশের লোকজন ও পার্শ্ববর্তী হরষপুর দারুল উলুম মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও ফায়ার সাভিসের কর্মীরা ৩ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রে আনতে সক্ষম হয়।,
হরষপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যাই।
তাৎক্ষিক ভাবে স্থানীয় ফায়াস সার্ভিস, পল্লী বিদ্যুতের অফিসসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করি। আর স্থানীয় মাদ্রাসার ছাত্র, শিক্ষকের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।অল্পের জন্য রেলষ্টশন আগুন থেকে রক্ষাপায়।
মাধবপুর ফায়ার ষ্টেশনের কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান ৯৯৯ কল পেয়ে দ্রুত ঘটনাস্হলে পৌছে আগুন নেভানোর কাজে অংশ নেই।
পাশ্বর্বতী একটি মাদ্রাসার শিক্ষার্থী ও স্হানীয় লোকজনের সহযোগীতায় প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আসে।
এর আগেই ১১ দোকান মালামাল সহ পুড়ে যায়।
বিদ্যুতের শকসার্কিট থেকে অগ্নিকান্ডে সুত্র পাত হয় বলে প্রাথমিক ধারনা করেন এ কর্মকর্তা।
তবে ক্ষয় ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান। রেলের জায়গা লিজ নিয়ে হরষপুর রেল ষ্টেশনের প্লাটফর্ম সংলগ্ন বিভিন্ন দোকান পাট গড়ে উঠে।
ক্ষতি গ্রস্হ মাতৃভান্ডার কনফেকশনারী ব্যবসায়ী সোহেল মিয়া জানান অগ্নিকান্ডে মুহুতের মধ্যে ব্যবসায়ীরা নিঃস হয়ে গেছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.