জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধিঃ-
ছাতকের কালারুকা ইউনিয়নের হাসনাবাদ, নয়া লম্বাহাটির উপর দিয়ে চলে যাওয়া ধারন বাজার রোডটি ৫নং ওয়ার্ডের কালারুকা ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা।
হাসনাবাদ নয়া লম্বাহাটি এলাকা ছাড়াও নয়াবাড়ী, পুরান লম্বাহাটি, খাইর গাঁও, মোহন পুর, করছখালী, শৌলা, এখলিম নগর, ও নানশ্রীরী এলাকার জনসাধারণ এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন।
হাসনাবাদ মেইন রোড থেকে শুরু করে করছখালী পর্যন্ত রাস্তার অবস্থা খুবই নাজুক। সংস্কারের অভাবে ইতোমধ্যে রাস্তার স্থানে স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
ফলে যানবাহন ও পথচারীদের চলাচলের প্রায় অনুপযোগী হয়েছে এ রাস্তাটি। সরেজমিন দেখা যায়, রাস্তার প্রায় সর্বএই ছোট-বড় গর্ত রয়েছে। ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃষ্টি হলে বেড়ে যায় দুর্ভোগের মাত্রা গর্তে জমে থাকা পানিতে অনেক পথচারী, হাসনাবাদ মাদ্রাসা,পাইমারী স্কুল,হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরনের কাপড়চোপড় ভিজে যায়। এই গর্ত গুলোই এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও এই রোড হয়ে এলাকার ভিবিন্ন গ্রামে ভারী ভারী যানবাহন চলাচলের মুলে রোডটি লিংক রোড হিসাবে ব্যবহারের কারণে রাস্তার ভাঙা অংশের পরিমান দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে।
সেই সাথে নয়া লম্বাহাটি কালারুকা ইউনিয়নের শেষ সংলগ্ন শৌলা গ্রামের সম্মুখ স্থলে কালারুকা খালে ও এখলিম নগর উওর খুরমা ইউনিয়নের ডাকাৎখালী খালের উপর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী কালভার্ট নির্মাণের কিন্তু দাবী পুরনের কথা থাকলেও এখন পর্যন্ত উক্ত কালভার্ট গুলো নির্মান করা হচ্ছে না।
এবং উভয় কালভার্টের মধ্য খানের মুল রাস্তার এখনও কাছা রাস্তা রয়েগেছে। হাসনাবাদ থেকে যানবাহন চলা চলের সময়, রিকশা,সাইকেল,সি.এন জি, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন প্রায়ই ছোট খাটো দুর্ঘটনায় শিকার হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় উপজেলার চেয়ারম্যান এবং এম পি মহোদয় জনাব মুহিবুর রহমান মানিক সাহেবের কাছে ধর্না দিয়েও কোন সুফল পাননি তারা। কবে রাস্তার কাজ সংস্কার হবে এবং জনগনের দুর্ভোগ লাখব হবে তা অনিশ্চিত। রাস্তার সংস্কার কাজ দ্রুত শেষ করে এলাকাবাসীকে এইদুর্ভোগ থেকে মুক্তি দেয়ার জন্য হাসনাবাদ,নয়া লম্বাহাটি ও করছখালী তথা ৫ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মাননীয়এম পি মহোদয় জনাব মুহিবুর রহমান মানিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.