Sharing is caring!
তারাব পৌর নির্বাচনে: প্রার্থীদের তথ্যাদি প্রকাশ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস।
তথ্য সমূহের মধ্যে রয়েছে ছবি ছাড়া ভোটার তালিকার সিডি ক্রয় বাবদ অর্থ ট্রেজারি চালান (কোর্ড নং ১/০৬০১/০০০১/২৬৩১) বরাবর জেলা নির্বাচন অফিসার ,নারায়ণগঞ্জের অনুকুলে জমা দিতে হবে। প্রতি ওয়াডের জন্য ৫০০ টাকা। মেয়র পদে ৯ টি ওয়াডের জন্য ৪ হাজার ৫০০ শত টাকা। সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের জন্য ৩ টি ওয়াডে ১৫০০ টাকা। সাধারণ কাউন্সিলরদের জন্য ৫০০ টাকা।
মেয়র প্রার্থী নির্বাচনী ব্যয় চার লাখ টাকা। মেয়র প্রার্থীর ব্যক্তিগত খরচ ৩০,০০০ ( ত্রিশ হাজার) টাকা। মেয়র প্রার্থীর জামানত ২৫,০০০/( পঁচিশ হাজার )টাকা । জামানত অর্থ বাবদ ট্রেজারি চালান ( কোর্ড নং -৬/০৬০১/০০০১/৮৪৭৩) বা পে -অর্ডার বা ব্যাংক ড্রাফট “ রির্টানিং অফিসার , তারাব পৌরসভা নির্বাচন ২০২১ ” বরাবর জমা দিতে হবে। তারাব পৌরভার মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২ শ ৬৯ টি। তার মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১ শ ৫১ জন, মহিলা ভোটার ৪১ হাজার ১শ ১৮ ভোট।
সংরক্ষিত আসনের কাউন্সিলর -১ (১,২,৩ নং ওয়ার্ড) :- ভোটার সংখ্যা ১৬ হাজার ৬ শ ৯৭ । প্রার্থীর নির্বাচনী ব্যয় দেড় লাখ টাকা। প্রার্থীর ব্যক্তিগত খরচ ১০ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা।
সংরক্ষিত আসনের কাউন্সিলর -২ (৪,৫,৬ নং ওয়ার্ড):-ভোটার সংখ্যা ২৭ হাজার ৩শ ৪৩।প্রার্থীর নির্বাচনী ব্যয় দুই লাখ টাকা। প্রার্থীর ব্যক্তিগত খরচ ১৫ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা।
সংরক্ষিত আসনের কাউন্সিলর -৩ (৭,৮,৯ নং ওয়ার্ড):-ভোটার সংখ্যা ৪১ হাজার ২শ ২৯।প্রার্থীর নির্বাচনী ব্যয় দুই লাখ টাকা। প্রার্থীর ব্যক্তিগত খরচ ১৫ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা।
সাধারণ আসনের কাউন্সিলর -১ : ভোটার সংখ্যা ৩ হাজার ৯শ ৮৬। প্রার্থীর নির্বাচনী ব্যয় ৫০ হাজার টাকা। প্রার্থীর ব্যক্তিগত খরচ ৫ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা।
সাধারণ আসনের কাউন্সিলর -২ : ভোটার সংখ্যা ৩ হাজার ৯শ ৮৪। প্রার্থীর নির্বাচনী ব্যয় ৫০ হাজার টাকা। প্রার্থীর ব্যক্তিগত খরচ ৫ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা।
সাধারণ আসনের কাউন্সিলর -৩ : ভোটার সংখ্যা ৮ হাজার ৭ শ ২৭। প্রার্থীর নির্বাচনী ব্যয় ১ লাখ টাকা। প্রার্থীর ব্যক্তিগত খরচ ৭ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা।
সাধারণ আসনের কাউন্সিলর -৪ : ভোটার সংখ্যা ৮ হাজার ৪ । প্রার্থীর নির্বাচনী ব্যয় ১ লাখ টাকা। প্রার্থীর ব্যক্তিগত খরচ ৭ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা।
সাধারণ আসনের কাউন্সিলর -৫ : ভোটার সংখ্যা ১০ হাজার ৭শ ৫ । প্রার্থীর নির্বাচনী ব্যয় দেড় লাখ টাকা। প্রার্থীর ব্যক্তিগত খরচ ১০ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা।
সাধারণ আসনের কাউন্সিলর -৬ : ভোটার সংখ্যা ৮ হাজার ৬শ ৩৪ । প্রার্থীর নির্বাচনী ব্যয় ১ লাখ টাকা। প্রার্থীর ব্যক্তিগত খরচ ৭ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা।
সাধারণ আসনের কাউন্সিলর -৭ : ভোটার সংখ্যা ৯ হাজার ১৮ । প্রার্থীর নির্বাচনী ব্যয় ১ লাখ টাকা। প্রার্থীর ব্যক্তিগত খরচ ৭ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা।
সাধারণ আসনের কাউন্সিলর -৮ : ভোটার সংখ্যা ১০ হাজার ৬শ ৬১ । প্রার্থীর নির্বাচনী ব্যয় দেড় লাখ টাকা। প্রার্থীর ব্যক্তিগত খরচ ১০ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা।
সাধারণ আসনের কাউন্সিলর -৯ : ভোটার সংখ্যা ২১ হাজার ৫শ ৫০ । প্রার্থীর নির্বাচনী ব্যয় দুই লাখ টাকা। প্রার্থীর ব্যক্তিগত খরচ ১৫ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা।
তারাব পৌরভার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩ টি , মোট ভোট কক্ষ ২৮২টি।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।