সুনামগঞ্জের তাহিরপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক
সিরাজুল ইসলাম শ্যামল,সুনামগঞ্জ থেকেঃ-
সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বড়চড়া এলাকার রাজাই বাজারে র্যাব -৯ এর সদস্যরা অভিযান চালিয়ে ৭৪০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে। তার নাম আনড্রিউ। সে ভারতের নরেন্দ্র ডিসির ছেলে।
আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৯ এর সুনামগঞ্জ জেলা দায়িত্বপ্রাপ্ত লে.কমান্ডার মো. ফয়সল আহমদের নেতৃত্বে র্যাবের এস আই মো.দিলোয়ার হোসেনসহ র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৪০ পিসইয়াবাসহ ঐ ভারতীয় নাগরিককে আটক করে র্যাক কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে নিরাপদ রোডমনে করেদীর্ঘদিন ধরেই এই তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ইয়াবা নিয়ে এসে সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে তার সোর্সদের মাধ্যমে বিক্রি করে আসছিল বলে র্যাবের ধারনা। তবে বিষয়টি নিয়ে র্যাব ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।
এ ব্যাপারে র্যাব-৯ এর সুনামগঞ্জের দায়িত্তপ্রাপ্ত লে.কমান্ডার(এ এস পি) মো. ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,যেকোন ধরনের অপরাধ দমনে সব সময় কঠোর অবস্থানে রয়েছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.