৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে স্কুলগামী মেয়েদের উত্যক্ত করায় দোকানে তালা

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯
শিবগঞ্জে স্কুলগামী মেয়েদের উত্যক্ত করায় দোকানে তালা

Sharing is caring!

 

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড়ে একটি ইলেকট্রিক দোকান থেকে প্রতিদিন স্কুল ও কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে সেটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জুলাই) পুলিশ সুপারের নির্দেশে ওই দোকানটি বন্ধ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, দোকানটিতে ইলেকট্রিক দোকানের পাশাপাশি উঠতি বয়সী বখাটেরা মেয়েদের উত্ত্যক্ত করতো। এ বিষয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করেছে। অবশেষে শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে দোকানটির সামনে সাইনবোর্ড ঝুলিয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

দোকানটির মালিক শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী গ্রামের রিমন মিস্ত্রি।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড় সংলগ্ন বন্ধ হওয়া দোকানটিতে বখাটেদের আড্ডাস্থলের পরিণত হওয়ার পাশাপাশি সেখান থেকে স্কুলগামীদের মেয়েদের ইভটিজিং করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বখাটেদের আড্ডা বন্ধ করতেই দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোনো অপরাধ সংগঠিত হওয়ার আগে সেটিকে নিয়ন্ত্রণ করা উচিত। সেজন্য অপরাধ সংগঠিত হবার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গতঃ শনিবার দুপুর সাড়ে ১টার দিকে ইসরাইল মোড় থেকে স্কুল এবং কলেজগামী ছাত্রীদের ইভটিজিং করার দায়ে ৬ জন কে আটক করেছে শিবগঞ্জ পুলিশ।