২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় শেখ মনির জন্মবার্ষিকী পালিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২০
আশুলিয়ায় শেখ মনির জন্মবার্ষিকী পালিত

Sharing is caring!

আশুলিয়ায় শেখ মনির জন্মবার্ষিকী পালিত

 

আব্দুল জলিল মিয়া, সাভার থেকেঃ-

আশুলিয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর অধিনায়ক যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) শেষ বিকেলে আশুলিয়া জিরাবর বাস স্ট্যান্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আশুলিয়া থানা যুবলীগ।

আশুলিয়া থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী দেওয়ান মোঃ রাজু আহম্মেদ ও আশুলিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ নাসির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসিম পাভেল। ও বিশেষ অতিথি ছিলেন, দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ সময় আলহাজ্ব আবু আহমেদ নাসিম পাভেল বলেন,শেখ ফজলুল মনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, অন্ধ চাটুকার নন। আওয়ামী লীগ সরকারের অনেক কাজের তিনি সমালোচকও ছিলেন। বঙ্গবন্ধু অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের ঐক্যবদ্ধ করার ক্ষমতার কারণেই শেখ মনিকে যুবলীগের চেয়ারম্যান করেছিলেন বলে মন্তব্য করে। তিনি আরো বলেন, এবারের আশুলিয়া থানা যুবলীগের কমিটিতে বড় ধরনের পরিবর্তন আসবে এটি নিশ্চিত।

অবৈধ গ্যাস সংযোগ কারি
দুর্নীতি ও টেন্ডারবাজ, চাঁদাবাজ নেতারা বাদ পড়বেন। নেতৃত্বে আনা হবে ক্লিন ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের। আসতে পারে দীর্ঘদিনের পরীক্ষিত ও আওয়ামীলীগ পরিবারের কেউ। ইতিমধ্যে নতুন নেতৃত্বের সন্ধান শুরু করেছেন আশুলিয়া থানা আওয়ামীলীগ।এতে সার্বিক সহযোগিতা করছে কেন্দ্রীয় যুবলীগের বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানার সবকয়টি ইউনিয়নের যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী গান ও আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ,সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালে ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ নূরুল হক ছিলেন বঙ্গবন্ধুর ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন। ১৯৬২-১৯৬৩ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শেখ মনি ষাটের দশকের গুরুত্বপূর্ণ প্রতিটি আন্দোলনে ছিলেন সামনের কাতারে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত মুজিব বাহিনীর মূল সংগঠক ও নেতাদের একজন ছিলেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন শেখ মনি। ১৯৭৫ সালে ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর সঙ্গে একই রাতে ঘাতকের বুলেটে নিহত হন শেখ মনি ও তার স্ত্রী বেগম আরজু মনি।