সুনামগঞ্জ দিরাইয়ে ৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর নির্মাণ উদ্বোধন
সিরাজুল ইসলাম শ্যামল,সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
মুজিব বর্ষের অঙ্গীকার ঘর হবে সবার, এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যামারচরের মুজিব নগর পল্লীতে ৩২টি ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের মাঝে ৫৪ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ঘর নির্মাণ কাজের উদ্বোধন ও পরিদর্শন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সরকারের অর্থায়নে শ্যামারচরের মুজির নগরে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম নজরুল ইসলাম,ভূমি সহকারী কর্মকর্তা রনজন কুমার দাস,বিশিষ্ঠ ব্যবসায়ী মো. আজিজুল হক,ডা. পীজুষ চৌধুরী,৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রুপক চৌধুরী ও রজ্ঞু দাস প্রমুখ।
চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. শফি উল্ল্যাহকে ধন্যবাদ জানিয়ে বলেন,তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমার ইউনিয়নের শ্যামারচরের নতুন এই মুজির নগর পল্লীতে ৩২টি গৃহহীন অসহায় পরিবারের প্রত্যেককে সরকারের খাস খতিয়ানের ২ শতক ভূমি ও প্রতিটি ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।
প্রতিটি গৃহহীন পরিবারের ঘর নির্মাণ বাবত এক লাখ ৭১ হাজার টাকাসহ ৩২টি ঘর নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ ৭২ টাকা । তিনি আরো বলেন ইতিমধ্যে কয়েকটি ঘরের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজগুলো ও দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.