আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ- মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল ও চুরি করার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার (২৬ জুলাই) ও আজ শনিবার (২৭ জুলাই) নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান। গ্রেফতারকৃতরা হলো রাসেল (২৩), রফিকুল ইসলাম (৩৬), সাহাবউদ্দিন ওরফে সাবু (৩৮) ও জাহাঙ্গীর আলম ওরফে শিমুল (২৮)। পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান বলেন, ‘সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির ঘটনায় বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। পরে চুরি রোধে বিশেষ অভিযান দল গঠন করে অভিযান চালিয়ে ওই চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে চারটি মোটরসাইকেল ও চুরি করার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করি।’ গ্রেফতার চারজনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা হয়েছে।