২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শুধু ক্রিকেট নয়, ফুটবলেও আমরা বিশ্বের বুকে জায়গা করে নিতে চাই : ফারুক আহমদ

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২০
শুধু ক্রিকেট নয়, ফুটবলেও আমরা বিশ্বের বুকে জায়গা করে নিতে চাই : ফারুক আহমদ

Sharing is caring!

শুধু ক্রিকেট নয়, ফুটবলেও আমরা বিশ্বের বুকে জায়গা করে নিতে চাই : ফারুক আহমদ

 

ইব্রাহীম আলী,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ বলেন ফুটবল আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় খেলা। এদেশে এখনও এ খেলাটি জনপ্রিয়। গ্রাম-গঞ্জে এ খেলার আয়োজন করলে দর্শকের উপস্থিতি থাকে লক্ষ্যণীয়।

ফারুক আহমদ আরও বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে খুব বেশি খেলাধুলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বর্তমান সরকার শুধু ফুটবল নয়, প্রতিটি খেলার প্রতি গুরুত্ব দিয়েছে। দেশব্যাপী খেলোয়াড় তৈরীর লক্ষ্যে জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে তৃর্ণমুল পর্যায়ে বিভিন্ন খেলার উপর প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেছে।

তিনি আরও বলেন, একজন খেলোয়াড় দেশের রাষ্ট্রদূতের মতো কাজ করেন। খেলোয়াড়দের মাধ্যমে অতি সহজেই দেশকে বিশ্বে পরিচয় করানো যায়। তাই প্রতিটি খেলোয়াড়ের প্রতি আহবান রাখবো শুধু খেলা নয়, খেলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করুন। মনে রাখবেন শুধু ক্রিকেট নয়, ফুটবলেও আমরা বিশ্বের বুকে জায়গা করে নিতে চাই।

পাশাপাশি তিনি এই টুর্ণামেন্ট আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতাও জানান।

আজ (৩০-১১-২০২০) সোমবার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের অন্যতম সামাজিক সংগঠন ছৈলাখেল সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ৩য় নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ উপরুক্ত কথাগুলো বলেন।

তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ছেদু’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সোহেল জয়’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফলং নিউজ২৪.কম’র সস্পাদক ও প্রকাশক মোঃ ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, মাদক ও অসামাজিক কার্যকলাপ বিরোধী সমন্নয় কমিটি জাফলং’র আহ্বায়ক মোঃ রুবেল আহমেদ, যুবলীগ নেতা ময়না মিয়া, বিশিষ্ট মুরব্বি ও সমাজ সেবক শাহ জালাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল ইসলাম, জাফলং সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রিপন আহমদ, জাফলং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির রহমান সাজন, খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফুল মিয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় মমতাজ কিন্ডার গার্ডেন মাঠে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

ছৈলাখেল সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ৩য় নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় বারহাল ফুটবল ক্লাব ৭-১ গোলে জাফলং ড্রিমবয় ফুটবল একাদশকে পরাজিত করে।

বারহাল ফুটবল ক্লাবের পক্ষে ১০ নম্বর জার্সি পরিহীত খেলোয়াড় রাজু ৩ টি, ৮ নম্বর জার্সি পরিহীত খেলোয়াড় তুফায়েল ২ টি, ৯ নম্বর জার্সি পরিহীত খেলোয়াড় শহিদ ১ টি, ৩ নম্বর জার্সি পরিহীত খেলোয়াড় হাকিম ১ টি ও জাফলং ড্রিমবয় ফুটবল দলের ৮ নম্বর জার্সি পরিহীত খেলোয়াড় রনি ১ টি গোল করেন।

খেলা পরিচালনা করেন মালেক উজ্জামান উজ্জল।