২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শার্শা উপজেলায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২০
শার্শা উপজেলায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন

Sharing is caring!

শার্শা উপজেলায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন ৷

 

মোঃ শাফায়েত সবুজ,যশোর জেলা প্রতিনিধিঃ- যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্যকর্মীরা নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে ‘ভ্যাকসিন হিরো সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান’ স্লোগানে এ কর্মসূচি পালন করেন তারা।শার্শা উপজেলা স্বাস্থ্য সহকারী কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মবিরতি পালন করা হচ্ছে।

কর্মবিরতিতে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের দাবী গুলা অতিদ্রুত মেনে নিক এবং আমার কর্মস্থলে ফিরে যেতে চাই।

এসময় আরো এক স্বাস্থ্যকর্মী বলেন, কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন কমিটি’র নির্দেশে সারাদেশের ন্যায় শার্শা উপজেলায় কর্মবিরতি পালন করছি। ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা বাস্তবায়নের জন্য। আমরা চাই আমাদের দাবী গুলা পুরণ করে দ্রুত কাজে ফিরতে।