২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯
বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

মহেশখালীতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গিয়ে কানিজা আক্তার (১২) নামের এক প্রাইমারি স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ( ২৭ জুলাই) দুপুরে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ছোট কুলাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী ওই এলাকার দিন মজুর জাফর আলম প্রকাশ বাদশার মেয়ে এবং নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন জানান, নিহত কানিজা বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তার উপর পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া সার্ভিস তার পড়ে থাকতে দেখে সেটি সরাতে যায়। কিন্তু ওই তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মহেশখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুর্ঘটনার খবর শুনে সাথে সাথে ওই এলাকার বিদ্যুৎতের লাইন বন্ধ করে দুর্ঘটনাস্থলে মাঠকর্মী পাঠানো হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের লোকজন যখন শুস্ক মৌসুমে লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটতে যায়, তখন গাছ কাটতে দেয় না লোকজন। ফলে অনেক সময় বাতাসে তারের সাথে গাছের সংঘর্ষে তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ডিজিএম।