২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবীতে সাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০
গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবীতে সাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু

Sharing is caring!

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবীতে সাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু

 

রাকিবুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ-

নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরশনের দাবীতে সারাদেশের মতো গাজীপুরের শ্রীপুরে কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।

গত ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।

বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের ডাকে এ কর্মসূচী পালিত হয়। দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দাবী বাস্তবায়ন কর্মসূচীর আহবায়ক লিয়াকত আলী সরকার। সংগঠনের সভাপতি আমিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক কবির হোসেন,সদস্য সচিব রুকুনুজ্জামান খান, শাহীন আলম প্রমুখ।

এমন কর্মবিরতির ফলে বিপাকে পড়েন সেবা নিতে আসা সাধারন মানুষ। বিশেষ করে প্রান্তিক মা ও শিশুরা টিকা সহ অন্যান্য সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন।