নিয়ামতপুরে শেখ রাসেল প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠিত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ডে-নাইট দিন ব্যাপি শেখ রাসেল প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গত ২৫ নভেম্বর বুধবার বিকালে নিয়ামতপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর শেখ রাসেল শিশু ও কিশোর পরিষদের আয়োজনে এ ক্রিকেট টুর্ণামেন্টে ৮টি দল অংশ গ্রহন করেন।
শেখ রাসেল প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
শেখ রাসেল প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্ণামেন্টের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, নিয়ামতপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন।
ক্রিকেট টুর্ণামেন্টটি পরিচালনায় ছিলেন আব্দুল্লাহ আল বাকী, আশিকুজ্জামান, মেপন্ডিত।
টুর্ণামেন্টের শুরুতে টসে জিতে প্রথমে সেভেন টাইগার্স বাংলাদেশ ক্রিকেট দল পাঁড়ইল ইউনাইটেড ক্রিকেট দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়।
খেলায় স্পন্সর করেন,পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোমিনুল ইসলাম মোমেন ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, নূর গ্লাস হাউস, আইডিয়াল স্কুল। উক্ত খেলায় ম্যান অব দ্য সিরিজ পাঁড়ইল ইউনাইটে দলের নীরব এবং ৪৫ রান ও পাঁচ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন টাইগার্স দলের কানন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.