Sharing is caring!
পুনম শাহরীয়ার ঋতু,বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহ মহানগরে জয়নুল আবেদিন চত্বরে ( সাহেব পার্ক) ভ্রম্মপুত্র নদের তীরে মনোরম পরিবেশে পালিত হয়েগেলো গ্রীনলাইফ ব্লাডফাউন্ডেশন এর সাপ্তাহিক সভা ২৬ শে জুলাই শুক্রবার বিকাল ৩ টায় জয়নুল আবেদিন চত্বরে এ আনুষ্ঠানিকতা শুরু হয়। গ্রীনলাইফ ব্লাডফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জনাব নিশাদ তরফদার নীবির এর নেত্বিতে এই মিটিং পরিচালনা করা হয় অনুষ্ঠানের মূল বিষয় ছিল কি করে মানুষকে রক্রদানে উৎসাহিত করা যায়, রক্রদান করলে কি কি সুফল ও কুফল রয়েছে তা মানুষের মাঝে পৌছানো, নিশাত তরফদার নীবির জানান প্রতিবারের ন্যায় সংগঠন বিশেষ কিছু কায আলাপ এবং কি করে আমরা সংগঠনটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারব তার লক্ষে আজকের এই মিটিং এ আলোচনা করা হয় তাছড়া
গ্রীন লাইফ সংগঠন কি? কিসের জন্য কাজ করে ? তার লক্ষ কি? কি তার স্বপ্ন তা দেশের আনাচে কানাছে পৌছানোর জন্য গ্রীণ লাইফ এর দেশের ৬৪ জেলায় শাখা প্রশাখা তৈরীর জন্য কাজ করবে ইনশাআল্লাহ্ সবাই আবার জানবো রক্তদান কতটুকু মহৎ একটি কাজ রক্তদানের বার্তা সবার কাছে পৌছে দিবো আমরা সবার মতামত কে নিয়েই মিটিং করেছি। উক্ত মিটিং উপস্থিত ছিলেন গ্রীণলাইফ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি জনাব মিমলা সরকার, সাধারণ সম্পাদক নিশাত তলফদার নীবির,যুগ্ম সাধারণ সম্পাদক সাজারুল ইসলাম,দপ্তর সম্পাদক আরিফ আকন্দ, প্রচার সম্পাদক মাহবুবা আক্তার রুপা, আইন সম্পাদক কৌসিক দাস, অথ সম্পাদক হাফিজুল ইসলাম রানা, সহ দপ্তর সম্পাদন সবনী আক্তার, সহ আইন সম্পাদক উজ্জল মিয়া, সহ আইসিটি সম্পাদক মাসুদ পারভেজ, সহ শিক্ষা সম্পাদক সরনা আক্তার, সহ সংস্কৃতি সম্পাদক শাকিব খান, সহঅথ সম্পাদক সরনী, সহ আরো অনেকে। ,,,,মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য,,, এ প্রত্যয়ে ১ ই জানুয়ারি ১৯ ইং সালে ময়মনসিংহ গ্রীনলাইফ ব্লাডফাউন্ডেশন এর যাত্রা শুরু কিছু তরুন তরুণীদের উদ্যোগে এর যাত্রা শুরু এরি মধ্যে এই সেচ্ছাসেবী গ্রুপ টি বেপক সাড়া পেয়েয়ে।গ্রীনলাইফ ব্লাডফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য হলো বিনা মূলে রক্তদান ও মানুষ কে রক্তদানে উৎসাহিত করা। সারা দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলায় এই সংগঠনের ভলান্টিয়ার থাকবে এটাই প্রত্যাশা করেন। গ্রীনলাইফ ব্লাডফাউন্ডেশন এর সকল সদস্য গন।