নিউজ ডেক্সঃ-
মাহেলা-সাঙ্গাকারার অবসরের পর তাদের জায়গা পূরণ করতে হয়েছে। এবার মালিঙ্গার জায়গা পূরণ করতে হবে'-লংকান অধিনায়ক করুনারত্নে বলেছেন কথাটা। মালিঙ্গার জায়গা শ্রীলংকা পূরণ করতে পারবে কি-না সময়ই বলে দেবে। সাঙ্গাকারা-মাহেলার জায়গা পূরণ হওয়া নিয়েই তো প্রশ্ন আছে। তবে শুক্রবারের ম্যাচটা জিতে দেড় দশক ক্রিকেট খেলা মালিঙ্গাকে বিশেষ মুহূর্ত উপহার দিতে চায় শ্রীলংকা। টসটাও গেছে তাদের পক্ষে। টস জিতে শ্রীলংকা নিয়েছে ব্যাট।
মালিঙ্গা তার দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ১৪ ওয়ানডে। হারের স্বাদ পেয়েছেন মাত্র তিনবার। তবে এবার জয়ে মাঠ ছাড়তে হলে বুড়ো মালিঙ্গাকেই নিতে হবে বড় দায়িত্ব। বাংলাদেশ দলও মালিঙ্গাকে সমীহ করে খেলবে নিশ্চয়। তিন সপ্তাহ হলো বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে দু'দল। দুই বছর আগে সর্বশেষ শ্রীলংকায় ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিনটি করে ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজে (ওয়ানডে, টেস্ট, টি-২০) সেবার ১-১ এ সমতা করে দু'দল।
এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় নিয়ে ফিরতে চায় বাংলাদেশ। নেতৃত্বের অভিষেক হওয়া তামিমকে করতে হবে কাজটা। বাংলাদেশ ওপেনার বিশ্বকাপে ভালো করতে পারেননি। আট ম্যাচ খেলে ফিফটি করেন মাত্র একটি। শ্রীলংকা সফর দিয়ে আবার তিনি ফর্মে ফিরতে মুখিয়ে আছেন। দাঁড়িয়ে আছেন নতুন এক মাইলফলকের সামনেও। ১২৯ রান করতে পারলে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রান হবে তামিমের।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম ব্যাটিং সহায়ক বলে বেশ পরিচিত। এখানে প্রথমে ব্যাট করা দল সর্বশেষ পাঁচ ম্যাচে গড়ে ৩১৩ রান তুলেছে। পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে শুরুতে ব্যাটিং করা দল। তবে বাংলাদেশ এখন প্রেমাদাসায় জয়ের মুখ দেখিনি। মালিঙ্গার বিদায়ি ম্যাচের টস হয়ে গেছে। তবে ম্যাচে বৃষ্টি বাধা হয়ে আসতে পারে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, শাফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
শ্রীলংকা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুলশ মেন্ডিস, অ্যাঞ্জেল ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, লাসিথ মালিঙ্গা।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.