এডভোকেট নুর হোসেনকে ইব্রাহিমপুর গ্রামের সমর্থন
সিরাজুল ইসলাম শ্যামল,সুনামগঞ্জ থেকেঃ-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে স্থানীয় মুরুব্বীয়ানসহ সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় ও গণ সংযোগ করে আসছেন চেয়ারম্যান পদ প্রার্থী এড. নুর হোসেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর নিজ গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে গণ সংযোগ শেষে এক মতবিনিময় ও বৈঠকসহ সৌজন্যসাক্ষাত করেন তিনি। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী এড. নুর হোসেন সাথে ছিলেন ইব্রাহিমপু্র গ্রামের মুরব্বি আব্দুল মনাফ, হাজী সাজুল মিয়া, হাজী দেলোয়ার হোসেন, সেবুল মিয়া, ফারুক মিয়া, আলী আহমদ, মালেক মিয়া, রোকন মিয়া, এনাম মিয়া, রুমেল আহমদসহ সদরগড়, মঈনপুর, সৈয়দপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় এড. নুর হোসেন বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আজ এডভোকেট হয়েছি আপনাদের ভালবাসায় আপনাদের দোয়ায়। আমি এই গ্রামের ধূলো বালি গায়ে মেখে বড় হয়েছি। এই গ্রামের কাদা মাটির গন্ধ আমার গায়ে লেগে আছে। আমি নিজের দায়বদ্ধতা থেকে আপনাদের জন্য কিছু করে যেতে চাই। সরকার দেশের উন্নয়নেে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে। দেশের সর্বত্রই বইছে উন্নয়নের জোয়ার। তার পরও শুধু সঠিক নেতৃত্বের কারনে সুরমা ইউনিয়নটি উন্নয়নের রোডম্যাপ থেকে সকল ক্ষেত্রে অনুন্নত ও পিছিয়ে রয়েছে। এই অবহেলিত জনপদটির কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে আপনাদের সেবা করার জন্য প্রত্যাশা করছি। আজ আমি সত্যিই অনুপ্রানিত ও গর্বিত। গ্রামের আমার শ্রদ্বেয় মুরব্বিয়ান, আমার সহপাঠী ও স্নেহষ্পদ যুবকরা আমাকে যেভাবে সমর্থন যুগিয়েছেন যদি আমি নির্বাচিত হই। তবে আমার এই ক্ষুদ্র জীবন নিঃস্বার্থ ভাবেই আপনাদের সন্তান হিসেবে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় করছি। আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আমাকে শুধু একবার সুযোগ দিন। আমার স্বপ্ন সুরমাকে একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করা। আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে ইউনিয়নবাসীর সেবা করব ইনশাআল্লাহ। গ্রামের পক্ষ থেকে আমাকে সমর্থন দেওয়ায় আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.