Sharing is caring!
এম আকাশ,সাতক্ষীরা প্রতিনিধিঃ
ঋতু পরিবর্তন যে কোন দেশের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করে, ঋতু পরিবর্তনের ফলেই অনেক প্রাণী বিলুপ্ত হয়েছে তাদের আবাসভুমি হতে। আবার খাদ্যসংকট, পরিবেশের বিপর্যয় ইত্যাদিও ঋতু পরিবর্তনের সর্বশেষ পর্যায়। দেশের উত্তরাঞ্চল যখন বন্যায় প্লাবিত,তখন দক্ষিণাচলের মানুষ পানির জন্য হাহাকার করছে। শ্রাবন মাস এসে গেলেও দেখা মিলছে না আল্লাহর রহমত স্বরুপ বৃষ্টির দেখা,তবে কি এই বছর খরায় যাবে বাংলাদেশের দক্ষিন অঞ্চল? এজন্য বৃষ্টির জন্য গতকাল সকাল দশটায় সাতক্ষীরার পারুলিয়ায় “বাইতুন নুর” জামে মসজিদ সংলগ্ন ময়দানে (মাঠে) বিপুল সংখ্যক মানুষ এস্তেকার নামাজ আদায় করেছে বৃষ্টির দেখা মেলার জন্য। কাঙ্খিত বৃষ্টির জন্য জেলার বিভিন্ন প্রান্ত হতে ধর্মপ্রান মুসলিম সম্প্রদায় উক্ত নামাজে শরিক হয়। নামাজে ইমামতি করেন মুফতি আঃ সবুর, নামাজ পূর্বে আলোচনা সভা পরিচালনা করেন আলহাজ্ব ফজলুল হক আমিনী, নামাজ শেষে বৃষ্টি কামনা আল্লাহর রহমতের প্রত্যাশা করে মোনাজাত করা হয়। তাদের বিশ্বাস আল্লাহ তাদের ফিরিয়ে দেবে না, ধরনীকে পরিষ্কার করতে, গ্লানি দূর করতে বর্ষা বর্ষন হবে খুব দ্রুত।