ভুল প্রেম
শিখা নাহার
ভুল ভরা জীবনে কেটে গেছে তেত্রিশ বসন্ত।
প্রেম ---- বলা যায়,
নাকি বলব প্রতারক।
তবুও কেন এখনও হৃদয়ে ছন্দ বাজে,
মন নেচে ওঠে আবেগে।
আবার কেন ভুল করে----
সুর করে গেয়ে উঠি-----
হৃদয়ের গান।
কেন আবার বারে বারে,
পা ঐ পথেই ধায়।
কেন বসন্তকালে বাজে কোকিলের সুর,
কেন বরষার রিমঝিমে
বাজে নুপুর।
কেন হৃদয়ের দু---- কূল
জলে ভেসে যায়।
কেন পলাশের বনে করে,
ভ্রমরা গুঞ্জন।
সবকিছু হৃদয়ে তান তোলে,
আমার বোধগুলো বোধহীন হয়----
আবার আমি ছুটে যাই,
অবাধ্য প্রেমের টানে।
ভুল করে আবারও ভুলে গিয়ে,
পড়ি ভুল প্রেমের ফাঁদে।।
১২/১১/২০২০ ইং
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.