Sharing is caring!
ভুল প্রেম
শিখা নাহার
ভুল ভরা জীবনে কেটে গেছে তেত্রিশ বসন্ত।
প্রেম —- বলা যায়,
নাকি বলব প্রতারক।
তবুও কেন এখনও হৃদয়ে ছন্দ বাজে,
মন নেচে ওঠে আবেগে।
আবার কেন ভুল করে—-
সুর করে গেয়ে উঠি—–
হৃদয়ের গান।
কেন আবার বারে বারে,
পা ঐ পথেই ধায়।
কেন বসন্তকালে বাজে কোকিলের সুর,
কেন বরষার রিমঝিমে
বাজে নুপুর।
কেন হৃদয়ের দু—- কূল
জলে ভেসে যায়।
কেন পলাশের বনে করে,
ভ্রমরা গুঞ্জন।
সবকিছু হৃদয়ে তান তোলে,
আমার বোধগুলো বোধহীন হয়—-
আবার আমি ছুটে যাই,
অবাধ্য প্রেমের টানে।
ভুল করে আবারও ভুলে গিয়ে,
পড়ি ভুল প্রেমের ফাঁদে।।
১২/১১/২০২০ ইং